
ফেসবুক বাংলাদেশ তথা সারা পৃথিবীতে সর্বাধিক প্রচলিত একটি নাম। আজকের সময়ে ফেসবুকে একাউন্ট নেই এমন মানুষ খুজে পাওয়া খুব দুষ্কর। একটা সময় ছিলো যখন ফেসবুকে শুধু আড্ডা দেওয়ার জন্যে লোক আসতো। দিন বদলেছে। এখন নিজের পরিচিতির সাথে সাথে নিজের ব্যবসার জন্যে একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এই ফেসবুক। ফেসবুকে এড দিয়ে অনেকেই সেল বাড়িয়ে নিচ্ছে বহুগুন। অনেকের ধারনা ফেসবুকে এড দিলেই কাড়ি কাড়ি টাকা কামানো যায়। আসলে এই ধারনা এক সুতো ও ঠিক নয়। কেউ কেউ পারছে বৈকি কিন্তু সবাই কি সেটা পারছে। আমি বলবো না, পারছে না। কারন অনেকেই জানে না ফেসবুক পিক্সেল কি কাজ করে, কিভাবে সেলস ফ্যানেল বানাতে হয়। সেলস ফ্যানেল না বানালে আপনি বুঝবেন ই না কারা আপনার কাস্টমার কারা আপনার কাস্টমার নন। তাই এখনি সময় এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে সেলস ফ্যানেল শিখে ফেলার।
কেনো শিখবেন ফেসবুক পিক্সেল
১) নিজের ব্যবসার সেল বৃদ্ধি করতে
২) এটা শিখলে ফাইবারে ভালো এমাউন্টে কাজ পেতে পারেন
৩) নিজে অন্যকে শিখানো মাধ্যমে আয় করতে পারেন
৪) লোকাল কোম্পানি গুলোতে কাজ করতে পারেন
৫) নিজের সিভিতে এই দক্ষতা এড করতে পারবেন
কোথা থেকে শিখবো
ইউটিউব এ ভিডিও দেখে অনেক টুকুই শিখতে পারবেন কিন্তু পরিপূর্ণ লেসন কোথাপ পাবেন না। শিখলে এক্সপার্ট দের থেকেই পুরোটা শিখা ভালো। বহুব্রীহি দিচ্ছে খুব স্বল্প মূল্যে এই কোর্স টি করার সুযোগ।
কোর্স টি করতে চাইলে যা যা করতে হবে
১) এই লিংকে প্রবেশ করুন
২) রেজিস্ট্রেশন করুন
৩) লগ ইন করুন
৪) All Course গিয়ে কোর্স টি করে ফেলুন।
আপনি যদি এই লেখাটি পড়ে উপকৃত হোন তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।